Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Refresher training course for SALO(A.I),FAAI and A.I Technician
Details

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র,  যশোর- এর আয়োজনে  ০৪ ফ্রেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দে যশোর জেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( কৃত্রিম প্রজনন), এফ এ এ আই ও এ আই টেকনিশিয়ান দের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব কৃষিবিদ শাহজামান খান, পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। 


সভাপতিত্ব করেন জনাব ডাঃ নুরুল্লাহ্ মোঃ আহসান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা বিভাগ, খুলনা।


স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, যশোরের উপপরিচালক জনাব প্রভাষ চন্দ্র গোস্বামী।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ মেহেদী হাসান বিন্দু, সায়েন্টিফিক অফিসার, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, যশোর।


অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জনাব ড. মোঃ সফিকুর রহমান, উপপরিচালক(পরিসংখ্যান), কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর; জনাব মোঃ মেহেদী হাসান ভুঁইঞা,উপপরিচালক,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঢাকা,  জনাব ডাঃ মোঃ রাশেদুল হক, জেলা প্রাণিসম্পদ অফিসার,যশোর; জনাব ডাঃ  মোঃ সিদ্দিকুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার, নড়াইল ; খুলনা বিভাগের সকল জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রসমূহের উপপরিচালকবৃন্দ, যশোরের সকল উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অফিসারবৃন্দ এবং যশোর জেলার সকল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( কৃত্রিম প্রজনন), এফ এ এ আই, এ আই টেকনিশিয়ানগণ।

অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরের শ্রেষ্ঠ উপসহকারী ও এ আই টেকনিশিয়ানদের স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

Images
Attachments
Publish Date
04/02/2025
Archieve Date
30/06/2033