Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Achievements

দেশের প্রাণিজ আমিষের চাহিদা পুরণের লক্ষ্যে গবাদিপশুর জাত উন্নয়ন করে মুখ ও আংদের উৎপাদন বৃদ্ধির জন্য পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভূমিহীন, খেটে খাওয়া মানুষের আয়ের উৎস হিসেবে উন্নত জাতের গাভী পালন পুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গ্রামবাংলার অনেক কৃষক শুধুমাত্র দুধ বিক্রির অর্থ দিয়ে তাঁদের জীবিকা নির্বাহ করে থাকেন। এছাড়াও এ অঞ্চলের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পুরন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পুঁজি বিনিয়োগ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজাত পণ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, জৈব সার উৎপাদন করে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানো, জমির উর্বরা শক্তি বৃদ্ধি, মাংস ও পশুজাত পণ্য রপ্তানী, পল্লী এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ইত্যাদিতে গবাদিপশু পালন ব্যাপক ভূমিকা রেখে আসছে। শতাদিপশুর জাত উন্নয়নে দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 

ফলশ্রুতিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ সহযোগীতায় ৪৫০০ জন বেকার যুবককে এ আই টেকনিশিয়ান (স্বেচ্ছাসেবী) হিসেবে কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। বর্তমানে ২২১ মিলি/জন/দিন দুধ, ১৪০ গ্রাম/জন/দিন মাংস ও ১৩৭টি /জন/বৎসর ডিমের প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে যা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিগত তিন বছরে কৃত্রিম প্রজনন দপ্তর কর্তৃক অর্জন ও অবদান নিম্নে তুলে ধার হলো।

 

নং

বিবরণ

একক

২০২১-২২

২০২২-২৩

২০২৩-২৪

গরম হওয়া গাভী ও বকনাতে কৃত্রিম প্রজনন

সংখ্যা (লক্ষ)

৪১.২

৪২.৪৫

৩৮.৮১

কৃত্রিম প্রজননের মাধ্যমে বাছুর উৎপাদন

সংখ্যা (লক্ষ)

১৫.২৩

১৬.৫৩

১৬.৯৬

ব্রিডিং বুল থেকে সিমেন উৎপাদন

ডোজ (লক্ষ)

৪৪.১০

৪২.২৫

৪৫.৪৭

প্রাকৃতিক ভাবে  ছাগীকে স্বাভাবিক প্রজনন

সংখ্যা (টি)

২৬৬০

২৭৬১

৩১২৫

ব্রিডিং এর উদ্দেশ্যে ক্যান্ডিডেট বুল উৎপাদন

সংখ্যা (টি)

-

৫৪

৫৪